বোয়ালখালীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ – Chittagong News

বোয়ালখালীতে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ – Chittagong News

বোয়ালখালীতে পবিত্র রমজান মাসে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

শুক্রবার (২১ মার্চ) জুৃমার নামাজের পর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘ফ্রি ফিলিস্তিন, ফ্রি গাজা’সহ যুদ্ধ বন্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটি বোয়ালখালী উপজেলার সদস্য আবদুল্লাহ আল হাসান শাওন, নাজমুস সাকিব তামিম, আরিফুস সাকিব যামীম, মুনতাসির, জিসান, জুনায়েদ হোসেন সায়মন, ফয়সাল উদ্দিন রায়হান, ইমতিয়াজ, হাসান ও শাকিল।

এতে বক্তারা বলেন, যেখানে মানবতা নিঃস্ব হয়ে গেছে, সেখানে আর ন্যায়ের আশা করা যায় না। যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে শত শত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করছে। গাজার নিষ্পাপ শিশুরা আজ রক্তাক্ত। এই নির্মমতার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts