বোয়ালখালীতে আবদুল মজিদ শাহ'র বার্ষিক ওরশ কাল – দৈনিক আজাদী

বোয়ালখালীতে আবদুল মজিদ শাহ'র বার্ষিক ওরশ কাল – দৈনিক আজাদী

আগামীকাল ২২ ফেব্রুয়ারি বোয়ালখালীতে শাহসুফি হযরত মাওলানা কাজী আবদুল মজিদ শাহ আলকাদেরী প্রকাশ বড় মৌলানার বার্ষিক ওরশ মাহফিল পশ্চিম কধুরখীলের কাজী বাড়ির দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এতে ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকিরসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আবুল বাশার কমান্ডার, হাজী জাহাঙ্গীর আলম, আলহাজ্ব হারুন অর রশিদ ,আব্দুল মান্নান মনা, সাংবাদিক লোকমান চৌধুরী, ইদ্রিস বিশু, আসাদুর রহমান, এমরান চৌধুরী, খোরশেদুল আলম, সারোয়ার আলম অনুরোধ জানিয়েছেন।

Explore More Districts