বোয়ালখালীতে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিল বৃদ্ধার – Chittagong News

বোয়ালখালীতে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিল বৃদ্ধার – Chittagong News

বোয়ালখালীতে অভিনব কায়দায় এক বৃদ্ধার টাকা, মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়েছে দুই মহিলা।

বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

ঘটনার শিকার বৃদ্ধা সুফিয়া বেগম (৬২) জানান, গোমদণ্ডী ফুলতল থেকে তিনি লোকাল সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। গাড়িতে বোরকা পরিহিত দুই মহিলা বসেছিলেন। তারা ভাব জমিয়ে প্রলোভন দেখায়। এরপর গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে আসার পর মোবাইলটি নিয়ে বৃদ্ধার ছবি তুলেন এবং ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কৌশলে কেটে পড়েন। তবে যাওয়ার আগে তার হাতে ২০ টাকা দিয়ে গেছে।

বৃদ্ধা জানান, ব্যাগে ১০ হাজার টাকা ছিলো। তার কোনো ছেলে নেই। তিনি মেয়ের মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে এসেছিলেন পৌর সদর থেকে নিজের জন্য ওষুধ কিনতে।

বৃদ্ধা সুফিয়া উপজেলার পূর্ব চরণদ্বীপের মসজিদ ঘাট এলাকার ছোবান বাপের বাড়ির আব্দুল শুক্কুরের স্ত্রী।

অপরদিকে, গত ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামের পাশের একটি ফলের দোকান থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়ে গেছে প্রায় ৪৪ হাজার টাকা।

ফলের দোকানদার মো.এস্কান্দর আলম হৃদয় বলেন, দুই ব্যক্তি রিকশা নিয়ে এসে আনারস ক্রয় করেন। এরপর একটি একহাজার টাকার নোট দেন। নোটটি দেওয়ার পর আর কিছু মনে নেই। তারা চলে যাওয়ার পর দেখি ক্যাশ বাক্সে থাকা টাকার বাণ্ডিল নেই। তারা ক্যাশ থেকে প্রায় ৪৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে।

এর আগে গত ৫ মার্চ সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে বসা লেদু নামের এক বৃদ্ধ পানের দোকানদার খুইয়েছেন ৩ হাজার টাকা। তার কাছে তিনহাজার টাকা কেড়ে নিয়ে ভৌ দৌড় দিয়ে পালিয়ে যায় এক যুবক।

এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি ভুক্তভোগীরা।

আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারিসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts