বোনের নির্বাচনী প্রচারণায় যা বললেন সোহেল তাজ – Daily Gazipur Online

বোনের নির্বাচনী প্রচারণায় যা বললেন সোহেল তাজ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তার ছোট ভাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার টোক সরজুবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোন সিমিন হোসেন রিমির পথসভায় যোগ দেন তিনি। সিমিন হোসেন রিমি ও সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান।
পথসভায় সোহেল তাজ বলেন, ‘আমার বাবা প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্য কাপাসিয়াবাসী সারাদেশে গর্ববোধ করে। আমার বাবার সৌজন্যে তারা বারবার নৌকায় ভোট দিয়ে আসছে, আমাকে দুইবার ও আমার বোনকে তিনবার জয়ী করেছে। জনগণের এ ভালবাসার প্রতিদান দিতে আমার বোন নিজ হাতে কাপাসিয়ার উন্নয়ন দেখভাল করেছেন।’
তিনি আরও বলেন, ‘আজকে কাপাসিয়ার স্বাস্থ্যবিভাগ সারাদেশের মধ্যে প্রথম হয়েছে। কাপাসিয়ায় মাতৃমৃত্যুর হার শূন্য, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, এগুলো সোনার বাংলার কারণেই হচ্ছে। আজকের নতুন প্রজন্ম এগুলো আমাদের ভবিষ্যৎ। নতুন প্রজন্মের জন্য আমরা তাজউদ্দিন আহমেদ ও জোহরা তাজউদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে উদ্যোগ নিয়েছি। আমরা পাঠ্যপুস্তক, বৃত্তি প্রদানের মাধ্যমে চেষ্টা করছি ভালো মানুষ তৈরি করতে। কেননা ভালো মানুষই পারে সোনার বাংলা গড়ে তুলতে। আমরা ভালো মানুষ চাই, সোনার মানুষ চাই, যারা সোনার বাংলাদেশ গড়বে।’
সোহেল তাজ বলেন, ‘আমাদের আরও কাজ বাকি রয়েছে, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে, সমাজ থেকে অনিয়ম দুর করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যার ফলে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত হয়। এসব কাজের নিশ্চয়তা শুধু নৌকা প্রতিকে ভোট দেওয়ার মধ্যেই হতে পারে।’
পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email

Explore More Districts