বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গ্রেফতার সাইদুর

বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গ্রেফতার সাইদুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করা মনিরুল ইসলাম অপু (৫৫)’কে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় আসামি সাইদুর রহমান সরদার (৪৮)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যটিলিয়া (র‌্যাব-১০)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তাপস কর্মকার বলেন, গতকাল ২০ ফেব্রুয়ারি আনুমানিক সাড়ে ৭ টা নাগাদ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া গ্রামীন ব্যাংক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গত ৫ আগস্ট রাজধানীর বংশাল থানাধীন নবাবপুর রোডস্থ গোলকপাল লেন গেটের সামনে আন্দোলনে অংশগ্রহণকারী একজন নিরীহ সাধারণ জনগণ হত্যাকান্ডে জড়িত হত্যা মামলার ৩৬ নং এজাহারনামীয় আসামী সাইদুর রহমান সরদার (৪৮)’কে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, উক্ত আসামীর বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Explore More Districts