বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল সদরের আহ্বায়ক বহিষ্কার, দুই নেতা পুনর্বহাল!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল সদরের আহ্বায়ক বহিষ্কার, দুই নেতা পুনর্বহাল!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল সদরের আহ্বায়ক বহিষ্কার, দুই নেতা পুনর্বহাল!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল সদর উপজেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুনকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাঁকে এই সাংগঠনিক সিদ্ধান্তের মুখে পড়তে হয়েছে।

অন্যদিকে, একই ঘটনায় শোকজপ্রাপ্ত জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো. আব্দুর রহমান মেহেদী ও আমিরুল ইসলাম রানা সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ ও ভবিষ্যতে গঠনতন্ত্র অনুসরণের অঙ্গীকার করায় কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তাঁদের পুনর্বহাল করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “তিন নেতাকে শোকজ করা হয়েছিল। দুইজনের জবাব গঠনমূলক ও সন্তোষজনক হওয়ায় তাঁদের সাধারণ ক্ষমা প্রদান করে পুনর্বহাল করা হয়েছে। তবে একজনের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।”

সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুন সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী কার্যক্রমে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে সংঘটিত কিছু সাংগঠনিক অসঙ্গতির কারণে আব্দুর রহমান মেহেদী ও আমিরুল ইসলাম রানাকে শোকজ করা হয়েছিল। তবে তাঁদের দুঃখপ্রকাশ ও প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে জরুরি সভায় তাঁদের সাধারণ ক্ষমা ও পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বহিষ্কৃত নেতা রাশেদুল ইসলাম মামুন বলেন, “আমি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি হাতে পাইনি। তবে ফেসবুকে বিষয়টি দেখেছি। আমি সংগঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব। আশা করছি, তাঁরা পুনরায় বিবেচনা করবেন।”

সংগঠনের একাধিক সূত্র জানায়, গত ৬ জুন সংগঠনের ফেসবুক পেজে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ছবি সংযুক্ত করে একটি সমালোচনামূলক পোস্ট দেওয়া হয়। বিষয়টি নিয়ে যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী ও আমিরুল ইসলাম রানার মধ্যে অনলাইন ও বাস্তবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৯ জুন নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে, যাতে কয়েকজন আহত হন। এর পরিপ্রেক্ষিতে ১১ জুন তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
 

Explore More Districts