ডেইলি গাজীপুর প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন টঙ্গী সরকারি কলেজ। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের অডিটোরিয়াম রুমে এ আয়োজন করা হয়। এ সময় টঙ্গী সরকারি কলেজের অর্থনৈতি বিভাগের প্রফেসর লায়লা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা পারভীন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের কলেজ থেকে তিনজন শহীদ হয়েছেন। তাদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিহতদের স্মৃতি চারণ করা হয়। এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।
