বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে চাই হোসিয়ারী কারখানা ও বসতবাড়ি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা কানিপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ফরিদুল ইসলামের হোসিয়ারী কারখানা ও বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। গতরাত আনুমানিক ৩:০০ ঘটিকার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ফরিদুল ইসলামের বসতবাড়ি, আসবাবপত্র, জামাকাপড়, খাদ্যসামগ্রী, ও হোসিয়ারী কারখানায় ব্যবহৃত বিভিন্ন রকমের সুতা, তৈরী কাপড়, সেলাইমেশিনসহ নগদ টাকাও পুড়েছে বলে জানা যায়। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় প্রথমে আগুন লাগা টের না পেলেও প্রচুর ধোঁয়ায় যখন নাকমুখ বন্ধ হয়ে আসছিলো তখন টের পেয়ে আগুন আগুন করে চিল্লাচিল্লি করলে আসেপাশের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে।
রাতেই গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিভানোর জন্য আসে। ততক্ষণে আগুনের থাবায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসী বলেন আগুন আগুন চিৎকার শুনে আমরা দৌড়ে আসি আগুন নিভাতে। আগুন নিভাতে নিভাতে সব পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সকলের ধারণা। আগুনে কয়েক কোটি টাকার সম্পদ পুড়েছে বলে জানা যায়। আগুনে পুড়ে সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
এ জাতীয় আরো খবর…