দৈনিক কুষ্টিয়া অনলােইন/
বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম বেচারাম প্রামাণিক (৪৩)। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই পাসপোর্টগুলোতে ২৪ জুন তারিখে সার্বিয়ার ভিসা লাগানো ছিল এবং এগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে এসব ভিসা নেওয়া হয়েছে।
আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, আগে থেকেই গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে সন্দেহভাজন ট্রাকচালক যখন বাংলাদেশে প্রবেশ করে টার্মিনাল গেটে আসে, তখন তার ব্যাগ তল্লাশি করে ওই পাসপোর্টগুলো উদ্ধার করা হয়। প্রতিটি পাসপোর্টেই সার্বিয়ার ভিসা পাওয়া যায়।
উদ্ধারকৃত পাসপোর্টধারীদের মধ্যে রয়েছেন—চাঁদপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, গাজীপুর, মানিকগঞ্জ, ফেনী ও নরসিংদীর বাসিন্দারা। আটক ট্রাকচালককে পাসপোর্টসহ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনার পরপরই বন্দর এলাকায় ভিড় করেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, এসব পাসপোর্টধারীরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না বা কোনো অপরাধচক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
