বেনাপোল চেকপোষ্ট থেকে ভারত পাচারের সময় দুইটি স্বর্ণের বার সহ আটক এক

বেনাপোল চেকপোষ্ট থেকে ভারত পাচারের সময় দুইটি স্বর্ণের বার সহ আটক এক

ভারতে পাচার এর সময় পায়ু পথ থেকে দুই পিছ স্বর্নের (২০০.৪৫ গ্রাম) বার সহ মেহেদী হাসান (২১) নামে এক পাসপোর্ট যাত্রী আটক হয়েছে। সোমবার সকাল ৮ টার সময় বেনাপোল ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ এর সময় তাকে চেকপোষ্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করে।

আটককৃত মেহেদী হাসান কুমিল্লা জেলার জগ চান্দিনা গ্রামের আব্দুল বাতেন এর ছেলে।

বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন , ও রাসেদ হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে মেহেদী হাসানকে নিয়ে তল্লাশি করলে তার পায়ু পথ থেকে ২ টি স্বর্নের বার উদ্ধার হয়। যার ওজন (২০০.৪৫ গ্রাম)। আনুমানিক বাজার মুল্য ২১ লাখ ৩৪ হাজার টাকা।

স্বর্ণ পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ন পাচার মামলা দিয়ে হস্তান্তর করা হবে বলে জানান।

Explore More Districts