বেনাপোল কাস্টমসের মাতাল কর্মকর্তা এআরও মাহবুব এর বিরুদ্ধে পাসপোর্ট যাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ

বেনাপোল কাস্টমসের মাতাল কর্মকর্তা এআরও মাহবুব এর বিরুদ্ধে পাসপোর্ট যাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ

দেশের বৃহত্তম আন্তর্জাতিক স্থল বন্দর ও চেকপোষ্ট বেনাপোল। ভারতে প্রবেশের রাষ্ট্রের প্রধান  ফটক বেনাপোল প্রতিদিন এ পথে হাজার হাজার দেশী বিদেশী পাসপোর্টযাত্রী ভারতে যাতায়াত করে থাকে ।

দেশের এই প্রধান  প্রবেশদ্বার যশোর এর আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল কাস্টমস তল্লাশিকেন্দ্রে মানসিক ভারসাম্যহীন সহকারী রেভিনিউ অফিসার ( এ আরও) মাহবুবুর রহমান এর বিরুদ্ধে পাসপোর্ট যাত্রী হয়রানি কথায় কথায় লাঞ্চিত  গায়ে হাত তোলা সহ নানা ধরনের অভিযোগ উঠেছে। পুরুষ  পাসপোর্টযাত্রীর পাশাপাশি সে নারী পাসপোর্ট যাত্রীকেও গায়ে হাত তোলা সহ তাদের অযথা হয়রানি করে দেশের সন্মান ক্ষুন্ন করিতেছে বলেও যাত্রীদের অভিযোগ।

ভারতীয় পাসপোর্ট যাত্রী মেনসেল রহমান রাব্বি বলেন, আমি বাংলাদেশ ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কাস্টমস স্কানিং শেষ করে বের হয়ে যেতে গেলে মাহবুব নামে একজন কাস্টমস কর্মকর্তা আমাকে ডাকে। আমি কি জন্য এসেছি কেন এসেছি নানা উদ্ভট প্রশ্ন করেন। আমি তাকে তার প্রশ্নের উত্তর দিয়ে বের হয়ে যেতে গেলে সে আমাকে জামার কলার্ট টেনে ধরে। আমি অবাক হয়ে যাই।

আমার মনে হয়েছে ওই কাস্টমস কর্মকর্তা মানসিক ভাবে ভারসাম্যহীন। এরপর আরও একজন যাত্রীকে সে গায়ে হাত দিচ্ছে । ওই যাত্রী বসে পড়েছে তারপরও তাকে ছাড়ছে না। শুধু পাসপোর্ট যাত্রী নয় সে স্থানীয় প্রশাসন এর সাথেও খারাপ ব্যবহার করে থাকে।যদি কাস্টমসে থাকা সিসি ক্যামেরা চেক করা হয় তাহলে পাসপোর্ট যাত্রী ও স্থানীয় প্রশাসন এর সাথে খারাপ ব্যবহার এর প্রমাণ মিলবে।

খুলনার রাধা রানী বলেন, বেনপোল চেকপোষ্ট কাস্টমস এর অফিসার মাহাবুব তাকে লাঞ্চিত করেছে। সে তার গায়ে হাত দিয়েছে। আমি তাকে এধরনের ব্যবহার করার কারন জিজ্ঞাসা করলে সে আমাকে তার সিপাইকে দিয়ে ঠেলতে ঠেলতে বাহির করে দেয়। প্রায় প্রতিদিন মাহবুবের বিরুদ্ধে একাধিক পাসপোর্ট যাত্রী হয়রানি ও লাঞ্চিত করার  অভিযোগ করেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে বেনাপোল চেকপোষ্টের জনৈক এক ব্যাক্তি বলেন, মাহবুব এর আচারনে মনে হয় সে মাদকের সাথে জড়িত।সে যে মাদকের সাথে জড়িত যদি কর্তৃপক্ষ তদন্ত করে তাহলে সত্যতা পাওয়া যাবে।

পিরোজপুর থেকে আসা পাসপোর্টযাত্রী আমিরুল ইসলাম  মেডিকেল ভিসায় ভারত থেকে ফিরে আসার সময় কাস্টমস কর্মকর্তার আচারন দেখে হতবাক বনে যান। তিনি বলেন,আমি বাধ্য হয়ে তার আচারনের ছবি কৌশলে তুলতে বাধ্য হই।রাষ্ট্রের এই গুরুত্বপুর্ণ জায়গা থেকে তাকে না সরালে রাষ্ট্রের বদনাম হবে। আমি এটাই ভেবে আজ যশোর সাংবাদিকদের কাছে তার ছবি ও কাহিনী তুলে ধরতে বাধ্য হলাম।

এ ব্যাপারে আন্তর্জাতিক চেকপোষ্টে রেভিনিউ অফিসার আব্দুল গনি জানান,মাহবুব মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে পরে।বিষয়টি আমি দেখবো।

Explore More Districts