বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল জামাত ইসলামি নেতারা সাংবাদিকদের সাথে ত্রায়োদশ জাতিয় সংসদ নির্বাচন সুষ্টু হওয়ার বিষয় নিয়ে মত বিনিময় করেন। জামাত নেতারা বলেন, আমরা চাই দেশে গনতন্ত্র ফিরে আসুক। আগামি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হোক। জনগনের ভোটে যারাই ক্ষমতায় আসুক তারা রাষ্ট পরিচালনা করবে। আমরা ক্ষমতায় না গেলেও তাদের সহযোগিতা করব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল মাদ্রাসা সংলগ্ন তাদের নিজ কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামাত ইসলামের বেনাপোল পোর্ট থানা নেতারা বলেন, আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হোক। আর কোন ফ্যাসিষ্ট সরকার যেন ক্ষমতায় আসতে না পারে। এদেশে সুষ্ঠু ভাবে জনগনের ভোটে যারা ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। সকল দল তাদের মেয়াদ পর্যন্ত সহযোগিতা করবে। তবে দুর্নীতি ও অনিয়ম এবং পক্ষপতিত্ব করলে তার বিরুদ্ধে আন্দোলন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক ইউসুফ আলী, সুরা সদস্য ইয়াকুব আলী। সাংবাদিকদের মধ্যে উপস্তিত ছিলেন, সাপ্তাহিক গ্রামের সংবাদ এর সম্পাদক আব্দুল মুন্নাফ, দৈনিক প্রতিদিনের কথার বেনাপোল প্রতিনিধি আনিছুর রহমান, স্পন্দন এর কাজিম উদ্দিন, সাংবাদিক এনামুল হক, ওসমান গনি, তামিম হোসেন সবুজ, সাহাবুদ্দিন প্রমুখ।



