বেগম রোকেয়া দিবস উপলক্ষে গার্লইন রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে গার্লইন রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে গার্লইন রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত

 

আমির হোসেন রিংক:
বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের গার্ল-ইন রোভার স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে এবং স্কাউটিংয়ে গার্ল-ইন রোভার স্কাউট সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্ধুদ্ধ ও উৎসাহিতকরণের লক্ষে, ০৯ডিসেম্বর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুর জেলা রোভারের গার্ল-ইন রোভার বিভাগের আয়োজনে সরকারি বেগম রোকেয়া কলেজ এ “গার্ল-ইন রোভার ডে ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর জেলা রোভারের কমিশনার ও গার্ল-ইন রোভার ডে ক্যাম্পের ক্যাম্প চীফ প্রফেসর ড.আরেফিনা বেগম এর সভাপতিত্বে গার্ল-ইন রোভার ডে ক্যাম্পের

পতাকা উত্তোলন, বেগম রোকেয়ায় প্রতিকৃতিতে শ্রদ্ধাজলী নিবেদন, উদ্বোধনী অনুষ্ঠান, স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ের উপর সেশন, বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং গার্লইন রোভার ডে ক্যাম্পের সনদপত্র বিতরণ।পরে দুপুরে আলোচনা সভা, পুরষ্কার-সনদপত্র- সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ।এতে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজ এর অধ্যক্ষ ও জেলা রোভারের সহসভাপতি প্রফেসর চিন্ময় বাড়ৈ। রোভার বিভাগের সহকারি কমিশনার মোসা রেবকা ইয়াসমিন এর নেতৃত্বে ডে ক্যাম্পটি পরিচালনায় ও বাস্তবায়নে সহায়তা করেন গার্ল-ইন রোভার ইয়াং লিডার রিফাত আফসানা পাখি, জেলা গার্লইন সিনিয়র রোভারমেট প্রতিনিধি রোকসানা খাতুন মায়া, জেলা সিনিয়র রোভারমেট প্রতিনিধি মোঃ রেজওয়ান হোসেন সুমন, রোভার হরিশংরায়, রোভার সিরাজুল ইসলাম সৈকত। ভর্চুয়ালী যুক্ত হয়ে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক মুহম্মদ এনামুল হক খান,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক কমিশনার (গার্লইন রোভার) মোসাম্মৎ আয়েশা আক্তার, সরকারি বেগম রোকেয়া কলেজের উপাধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলাম, জেলা রোভার সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা রোভার লিডার মোঃ আব্দুর রহমান মিন্টু, জেলা রোভারের কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবর রহমান সোহেল, জেলা স্কাউটের সম্পাদক আব্দুর রহিম সহ সরকারি বেগম রোকেয়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

গার্লইন রোভার ডে ক্যাম্পে রংপুর জেলা রোভারের আওতাধীন বিভিন্ন ইউনিটের ৫০গার্ল-ইন রোভার স্কাউট সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সফলতার সাথে অংশগ্রহণ করেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts