নিজস্ব প্রতিবেদক॥ বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দাবি জানাতে হয় গণতান্ত্রিক সরকারের কাছে। এ সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবি জানিয়ে কোন লাভ নেই। রাজপথে অগ্নিঝরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সোমবার বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-উন-নবীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দার হোসেন খান, বিএনপি নেতা আইয়ূব হোসেন, জাহাঙ্গীর বিশ্বাস, রবিউল ইসলাম রবি, মারুফ হোসেন, আনোয়ার হোসেন ইরান, আবু তালেব, আব্দুল মাজিদ, কাজী আব্দুল আজিজ, হাফিজুর রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আজম ও সদস্য আসাদুজ্জামান শাহিন।