বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত – Daily Gazipur Online

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত – Daily Gazipur Online

মোঃ শাহজালাল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের টঙ্গী এলাকার বেপারী বাড়ি প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আব্দুস সালাম বেপারী-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এস এম রাশেদুজ্জামান দীপ্ত-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান হক রাজু মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী আজ ঐক্যবদ্ধভাবে দোয়া করছে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় টিম প্রধান মোহাম্মদ তারিকুল ইসলাম মধু, লোকমান হোসেন হাওলাদার, সাবেক সদস্য সামসুল আলম, সহিদুল ইসলাম দোলন, আব্দুস সালাম ভুইয়া, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহ্বায়ক মাহবুব মেয়াজী, নাজমুল হোসেন মুন্না, সদস্য সাইদুল ইসলাম জনি, কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ ও নিরাপদভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মেহমান ও নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Explore More Districts