বেকহাম পরিবারে কি সত্যিই ভাঙন ধরেছে, কী বলছেন বেকহামের ছেলে

বেকহাম পরিবারে কি সত্যিই ভাঙন ধরেছে, কী বলছেন বেকহামের ছেলে

তবে এগুলোকে স্রেফ মিথ্যা বলে দাবি করেছেন ২৪ বছর বয়সী ব্রুকলিন। সম্প্রতি রাইডার কাপের আগে নিউইয়র্কে একটি গলফ টুর্নামেন্টে অংশ নেন ব্রুকলিন, যেখানে তিনি ‘টিম ইউএসএ’র বিপক্ষে ‘টিম ইউরোপ’-এর হয়ে খেলেন। টুর্নামেন্ট চলাকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া ব্রুকলিনকে তাঁর পরিবারের এই কথিত দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হয়। তবে ব্রুকলিন এসব বিষয়কে তেমন পাত্তা দেননি। তাঁর কথা, ‘কিছু মানুষ সব সময় বাজে কথা বলবেই। এগুলো নিয়ে আমরা ভাবি না। আমার পাশে আমার স্ত্রী আছে। আমরা নিজেদের কাজ করি, নিজের মতো থাকি। আমরা এতেই সুখী।’
বাইরের মানুষের কথায় কান দেন না, এ দাবি করে ব্রুকলিন বলেন, ‘কিছু মানুষ সব সময় বাজে কথা বলবেই। আমি শুধু গলফ খেলি আর বন্ধুদের সঙ্গে মজা করি। এটা আমি উপভোগ করি।’

Explore More Districts