বৃহত্তর যশোর সমিতি,ঢাকার নির্বাচন:বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত

বৃহত্তর যশোর সমিতি,ঢাকার নির্বাচন:বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি নির্বাচিত

প্রেসবিজ্ঞপ্তি: বৃহত্তর যশোর সমিতি, ঢাকা’র ২০২৫ সালের নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম নির্বাচন ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে একটি মাত্র প্যানেল থাকায় ৪৫ সদস্যের পুরো কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি হয়েছেন শিল্প সচিব ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. নাসির উদ্দিন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজী আনিসুজ্জামান আরজু।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বিঘ্ন পরিবেশে মনোনয়ন যাচাই-বাছাই ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো কমিটি নির্বাচিত হওয়ায় আলাদা ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

Explore More Districts