কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক তরুণ আইনজীবী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে। তিনি নোয়াব মিয়া সর্দারের ছেলে।
নিহত সোহাগের ভাগিনা ইকরাম জানায়, তার মামা দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা কে আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যায়।
সেখানে স্ত্রীকে রোগ নির্ণয়ের জন্য দিয়ে নিচে এলে সড়কের জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ইকরাম আরও জানায়, মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোহাগের মরদেহ দেখতে পান। পরে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন।
The post বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে কুমিল্লায় তরুণ আইনজীবীর মৃত্যু appeared first on Ajker Comilla.