বৃষ্টিবাদল আটকাতে পারেনি সেলিনা মোমেনকে

বৃষ্টিবাদল আটকাতে পারেনি সেলিনা মোমেনকে

বৃষ্টিবাদল আটকাতে পারেনি সেলিনা মোমেনকে দৈনিকসিলেটডটকম:মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান,পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন সিলেটের বন্যাদুর্গতদের মাঝে মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। প্রতিকুল অবস্থা বৃষ্টিবাদল তাকে আটকাতে পারেনি। পরম মমতায় তিনি বন্যার্তদের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সহায়তা।

শনিবার (২৫ জুন) দিনভর সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ইউনিয়ন এবং মোগলগাঁও ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দেন তিনি।

ত্রাণ বিতরণকালে সেলিনা মোমেন বলেন, এ সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যত দিন বন্যা থাকবে, তত দিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যাকবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন, সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বন্যাদুর্গতদের পাশে আছে ও থাকবে।

খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, বিস্কুট, মুড়ি, স্যালাইন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। দুঃসময়ে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ পেয়ে খুশি দুর্গতরা।

ত্রাণ বিতরণে তার সাথে অংশ নেন সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরন মিয়া সহ সদর উপজেলা যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সিলেটের যে কোন বিপদ আপদে সবার আগে যিনি ছুটে আসেন তিনি সেলিনা মোমেন। করোনা কালে যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পেতো তখন এই মহিয়সী নারী জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন সিলেটে। নগরীর ও সদর উপজেলার নিম্ন আয়ের লোকজনের কাছে পৌঁছে দেন খাদ্য উপহার। গত ১০ জুন একইভাবে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেলিনা মোমেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts