বুড়িচংয়ে পদ্মা পরিবহনের বাস খাঁদে, আহত ১২ – Ajker Comilla

বুড়িচংয়ে পদ্মা পরিবহনের বাস খাঁদে, আহত ১২ – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

জুন ২২, ২০২২


বুড়িচংয়ে পদ্মা পরিবহনের বাস খাঁদে, আহত ১২ – Ajker Comilla

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বাসের সাথে সংঘর্ষে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ১২ জন যাত্রী আহত হয়।

বুধবার (২২ জুন) সকাল ১০ টায় উপজেলার কোরপাই এলাকায় এ দুঘর্টনা ঘটে।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্বার তৎপরতা পরিচালনা করে। আহতদের স্থানীয় ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
































আর পড়তে পারেন













Explore More Districts