বুড়িচংয়ে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়ে জখম – Ajker Comilla

বুড়িচংয়ে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়ে জখম – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

আগস্ট ১৮, ২০২২


বুড়িচংয়ে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়ে জখম – Ajker Comilla

 

স্টাফ রিপোটার:
কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের নোয়াবাড়িতে বাড়ীর প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে একই বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম, উম্মদ আলীর ছেলে একরামুল হক, বাচ্চু মিয়ার ছেলে জাকির হোসেন গংরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোঃ সাইদ, ছোট ভাই সাইফুল ও গিয়াসউদ্দিনকে ছুরিকাঘাত ও এলোপাতাড়িভাবে মারধর করে।  পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ক্যান্টনমেন্ট জেনারেল হসপিটালে চিকিৎসা দিয়ে পরে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরন করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, বাড়ীর সকলের চলাচলের রাস্তা প্রশস্থকরণ ও সকলের চলাচলের সুবিধার্থে ময়নামতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লালন হায়দারের কাছে অভিযোগ করলে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তার ও জোড়পুর্বক জায়গা দখলের উদ্দেশ্যে এই হামলা চালায়।

থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি জানান বিষয়টি আমরা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
































আর পড়তে পারেন













Explore More Districts