বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে অভিযান

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে অভিযান

বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন। প্রথমে কিছু জটিলতা থাকলেও পরে একে একে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বুড়িগঙ্গার আদি চ্যানেলটির বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এখানেই একসময় বইতো প্রমত্তা বুড়িগঙ্গা। এই অংশটি এখন আবাসিক-অনাবাসিক নানা স্থাপনায় ভর্তি। এই অবস্থায় নদীর চ্যানেল উদ্ধারে অভিযানে নেমেছে প্রশাসন।

শুরুতে বাধার মুখে পড়লেও একে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনাগুলো। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, পরিকল্পনা অনুযায়ী সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এদিকে, হঠাৎ করে বাড়িঘর ভাঙা পড়ায় বিপাকে পড়েন স্থানীয়রা। অনেকের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকলেও তাদের ভবন ভেঙে ফেলা হচ্ছে।

তবে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে যে কোনো মূল্যে আদি চ্যানেল দখলমুক্ত করার উদ্যোগ কর্তৃপক্ষের। এই উচ্ছেদ কার্যক্রম চলবে জানুয়ারির ২ তারিখ পর্যন্ত চলবে বলে জানিয়েছে প্রশাসন।

এদিকে গণপরিবহনে শৃঙ্খলা আনতে পরীক্ষামূলকভাবে বাসরুট রেশনালাইজেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নগর পরিবহনের আওতায় পরীক্ষামূলকভাবে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলবে ৫০টি বাস। পর্যায়ক্রমে শতাধিক বাস যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Explore More Districts