নিক হল্ট ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’–এর প্রধান ক্রিকেট সংবাদদাতা। হেডিংলিতে কাল ইংল্যান্ডের জয়ের পর ম্যাচ প্রতিবেদনের একটি অংশে তিনি লিখেছেন, ‘বিশ্বের সেরা, সম্ভবত সর্বকালের সেরা বোলারকে ভোঁতা করে জিতেছে ইংল্যান্ড।’
খেলা হয়েছে ইংল্যান্ড ও ভারতের মধ্যে, যেখানে ৫ উইকেটে জিতেছে স্বাগতিকেরা। এই ম্যাচে নিক হল্ট কাকে এত বড় প্রশংসায় সিক্ত করলেন তা না বললেও চলে। যশপ্রীত বুমরা! ‘দ্য টেলিগ্রাফ’–এর প্রধান ক্রিকেট লেখক ও উইজডেনের সাবেক সম্পাদক শিল্ড বেরি গত রোববার তাঁকে নিয়ে একটি লেখা প্রকাশ করেন, যার শিরোনাম বাংলা করলে হয়, ‘লাল বলের ক্রিকেটে এ গ্রহে জন্মানো সেরা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।’