বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল

বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদল

বুধবার সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুবদলসিলেটে যুবদল নেতা নিহতের ঘটনায় বুধবার (১ নভেম্বর) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা  হরতাল ডেকেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় হরতালের ডাক দেওয়া হয়। সন্ধ্যায় হরতালের সমর্থনে জিন্দাবাজার এলাকায় মিছিল করেছে যুবদল।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যুবদল কর্মী জিল্লুর রহমান নিহতের জেরে যুবদল বুধবার সিলেটে হরতাল ডেকেছে। আমরা এতে নৈতিক সমর্থন জানিয়েছি। তিনি হরতালের পাশপাশি বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে বলে জানান।

মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে বাইক উল্টে আহত হন যুবদল কর্মী জিল্লুর রহমান (৪০)। দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি ও যুবদল নেতাদের দাবি, আহত হওয়ার পর জিল্লুকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়। নিহত জিল্লুর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মদন গৌরী এলাকার এলাই মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।

জিল্লুকে আটকের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ বলেন, মঙ্গলবার সকালে জিল্লুসহ কয়েকজন লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় জিল্লু মোটরসাইকেল একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিল্লু মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/এমসি

Explore More Districts