কক্সবাজার, ০৪ নভেম্বর – সাহসী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখতে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ করার নীতিগত সিদ্বান্ত হয়েছে।
রোববার (৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে।
পরিচালনা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাঁথা ও সাহসিকতার ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।
২০১৮ সালে রামু সেনানিবাসে প্রতিষ্ঠিত এই কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নাম ও লোগো পরিবর্তন করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় গত ২৩ সেপ্টেম্বর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হন সেনা কর্মকর্তা তানজিম।
সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৪ নভেম্বর ২০২৪