বীজ সার ও উপকরণ বিতরণ

বীজ সার ও উপকরণ বিতরণ

নিজস্ব বার্তা পরিবেশক,গোপালগঞ্জ
গোপালগঞ্জে বোর মৌসুমে প্রদর্শনীর বীজ, সার ও উপকারণাদি বিতরণ করেছে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।
রোববার সকালে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রে ৫০ জন কৃষক ও কৃষাণীর হাতে বীজ, সার ও উপকারণাদি তুলে দেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দু কুমার রায়।
এ সময় গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সাইন্টিফিক অফিসার সৌরভ অধিকারী, ফার্ম ম্যানেজার আলমগীর কবীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের হল রুমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোর ও রবি মৌসুমের জাত সমুহের চাষাবাদের কলাকৌশল এবং বীজ সংরক্ষণের ওপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে ৩ উপজেলার শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন। #

এ জাতীয় আরো খবর..

Explore More Districts