দৈনিকসিলেট ডটকম : সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে নৌকা ৩টি আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) ২, জামায়াত (স্বতন্ত্র প্রার্থী) ২, বিএনপির (স্বতন্ত্র প্রার্থী) ২ জন ও এক প্রবাসী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে জানা গেছে- উপজেলার আলীনগর ইউনিয়নে আহবাবুর রহমান খান শিশু (আ.লীগ), চারখাই ইউনিয়নে হোসেন মুরাদ চৌধুরী (আওয়ামী লীগ বিদ্রোহী), দুবাগে প্রবাসী জালাল আহমদ (স্বতন্ত্র), শেওলায় জহুর উদ্দিন (আ.লীগ), কুড়ারবাজারে তুতিউর রহমান তোতা (আওয়ামীলীগ বিদ্রোহী), মাথিউরায় মো. আমান উদ্দিন (আ.লীগ), তিলপাড়ায় মাহবুবুর রহমান (স্বতন্ত্র/বিএনপি), মোল্লাপুরে আবদুল মান্নান (স্বতন্ত্র/বিএনপি), মুড়িয়ায় ফরিদ আল মামুন (স্বতন্ত্র/জামায়াত) ও লাউতায় দেলোয়ার হোসেন (স্বতন্ত্র/জামায়াত) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন