বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির

বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির

২০ November ২০২৫ Thursday ৭:৫৮:২১ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির

নাগরিক সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ না নিয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ‘উচ্চবিলাসী’ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সমন্বয়ক, দেওয়ান আবদুর রশিদ নীলু। 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের উদ্দেশ্যে বিসিসি ১৭ কোটি টাকা ব্যয়ে ৭.৩২ একর জমি ক্রয় করেছে। ইতোমধ্যে পাঁচ কোটি টাকা ব্যয়ে বায়না দলিলও সম্পন্ন হয়েছে।

অথচ বর্তমানে সিটি করপোরেশনের মোট দেনা ৩৮৪ কোটি টাকা—যার মধ্যে ঠিকাদাররা পাবে ৩০০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ৬৪ কোটি টাকা এবং অবসরপ্রাপ্ত ও চাকরি হারানো নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা পাবে ২০ কোটি টাকা। কর্মরতদের মাঝেও বেতনবৈষম্য নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। 

তিনি আরও বলেন, বরিশাল সিটি করপোরেশন নানা সমস্যায় নিমজ্জিত। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থা, ড্রেনেজ ও পয়নিষ্কাশন ব্যবস্থা—সবকিছুর অবস্থাই নাজুক।

মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অবস্থাও ভঙ্গুর। বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মীরা সম্পূর্ণ অনিরাপদ পরিবেশে কাজ করেন; তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের কোনো ব্যবস্থা নেই, যা কর্মীদের পরিবারের জন্যও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। 

নাগরিকদের সুপেয় পানির জন্য কোটি টাকা ব্যয়ে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি এখনো চালু করা যায়নি। নগরীর ৫ নম্বর ওয়ার্ডসহ আরও কিছু এলাকায় সামান্য জোয়ারেই পানি উঠে যায়—এ নিয়ে কোনো কার্যকর পরিকল্পনা নেই। এমন পরিস্থিতিতে কোটি কোটি টাকা ব্যয়ে রিসোর্ট নির্মাণের উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। 

দেওয়ান আবদুর রশিদ নীলু জানান, এ প্রকল্প বাতিলের দাবিতে একটি রিট করার পর হাইকোর্ট গত ১৭ নভেম্বর বিষয়টি আমলে নিয়ে ছয় মাসের জন্য জমি ক্রয়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে। তিনি সংবাদ সম্মেলনে বিসিসির এই ‘উচ্চবিলাসী’ প্রকল্পটি স্থায়ীভাবে বাতিলের জোর দাবি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts