বিসিএলের ওয়ানডে সংস্করণে খেলবেন সাকিব

বিসিএলের ওয়ানডে সংস্করণে খেলবেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান লঙ্গার ভার্শন ফরম্যাটের পর মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণ। সেই টুর্নামেন্টে খেলবেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের সামনে তামিমদের অসহায় আত্মসমর্পণ
সাকিব-তামিম দুজনকেই দেখা যাবে ওয়ানডে ফরম্যাটের বিসিএলে। ফাইল ছবি

করোনার কারণে দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের কোনো খেলা হচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত আসরও হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ কারণে এবার বিসিএলকে ওয়ানডে ফরম্যাটেও মাঠে গড়ানো হবে।

Advertisment

৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেই ওয়ানডে সংস্করণে অংশ নেবেন সাকিব। বিষয়টি বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে বিশেষ সূত্র।

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেওয়া সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। ২১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), যেখানে সাকিব খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

সাকিব অবশ্য বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টে খেলার জন্য ৬ জানুয়ারিই দেশে চলে আসবেন। দেশে ফিরে চলে যাবেন সিলেটে, যেখানে ওয়ানডে সংস্করণের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি প্রথম ম্যাচে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও লিগ পর্বের পরের দুই ম্যাচে ১১ ও ১৩ জানুয়ারি সাকিব খেলবেন। ১৫ জানুয়ারি সিলেটেই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

সাকিব ছাড়াও বিসিএলের ওয়ানডে সংস্করণে অংশ নেবেন আপাতত খেলার বাইরে থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts