বিশ্ব হৃদয় দিবস উদযাপন করলো অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালস – দৈনিক আজাদী

বিশ্ব হৃদয় দিবস উদযাপন করলো অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালস – দৈনিক আজাদী

“Don’t Miss a Beat” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালস ওয়াল্ড হার্ট ডে ২০২৫ উদযাপন করেছে। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হলো হৃদরোগ। প্রতি বছর প্রায় ১ কোটি ৮০ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়, যার মধ্যে ৮৫% মৃত্যু হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকে। সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপের মাধ্যমেই হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. হেলাল উদ্দিন এসিএ এফসিসিএ, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, সম্মানিত চিকিৎসকবৃন্দ ডা: মো: জিয়াউর রহমান, ডা: আবু সায়েম মো: ওমর ফারুক, ডা: মো মুজিবুল হক, অধ্যাপক ডা: মো: আকরাম হোসাইন, অধ্যাপক ডা: মাসুদ আহমেদ ও ডা: মোস্তফা কামাল। প্রশাসনিক কর্মকর্তাগণ ও বিভিন্ন স্তরের কর্মচারী। তারা সবাইকে স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যগ্রহণ ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে হৃদয়কে সুরক্ষিত রাখার আহ্বান জানান।

অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালসের বিশেষজ্ঞ কার্ডিওলজি দল উচ্চ মানের হৃদরোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করে থাকে। এখানে রয়েছে আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU), বিশ্বমানের কার্ডিয়াক ক্যাথলাইজেশন, কার্ডিয়াক বাইপাস সার্জারি সহ বিস্তৃত হৃদরোগ সেবা। এছাড়াও, হাসপাতাল নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প ও সচেতনতামূলক প্রোগ্রামের মাধ্যমে জনগণকে হৃদয় স্বাস্থ্য বিষয়ে শিক্ষিত করছে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালস সর্বদা জনগণের জন্য বিশ্বমানের কার্ডিয়াক কেয়ার সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Explore More Districts