বিশ্ব সমাদৃত ১৫ টি ব্র্যান্ডের পণ্য একই ছাদের নিচে

বিশ্ব সমাদৃত ১৫ টি ব্র্যান্ডের পণ্য একই ছাদের নিচে





অ্যাপেল, রোলেক্স, জেবিএল, বুল্গেরি, ইয়ামাহা, মার্শেল, সনি, ক্লিপ, ডেনন, স্যামসাং, গ্রী, জেনারেল এসিসহ বিশ্ব প্রসিদ্ধ ব্র্যান্ডগুলোর সকল পণ্য এখন পাওয়া যাবে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ‘আইকনিক’ এর শো রুমে।

শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। চট্টগ্রামের ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে এই ধরনের কোন আউটলেট আগে ছিল না। এখানে আইকনিক মোটামুটি চেষ্টা করেছেন প্রায় সব ধরনের গ্যাজেট মোবাইল, টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রনিক্সের মধ্যে যা আছে তা এক জায়গায় করার চেষ্টা করেছেন। আমার মনে হয় এটি একটি ভালো উদ্যোগ। যারা বিভিন্ন পণ্য কিনতে চায় তাদের বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলিকে খুঁজতে হয়, এখন একসাথে এক জায়গায় এসে পছন্দের সেই জিনিসপত্র কিনতে পারবেন, শো রুমে না থাকলেও ৫১০ দিনের মধ্যে এনে দিবে বলছে তারা। আমার মনে হয় এটাই স্বস্তি। আমন্ত্রিত অতিথিরাও প্রত্যাশা ব্যক্ত করেন গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রেখে সেবা দিয়ে যাবে আইকনিক।

রুচিশীল ক্রেতাদের ব্র্যান্ডের পণ্যের চাহিদার বিপরীতে যোগানের যে পার্থক্য তা দূরীকরণের লক্ষ্যে আইকনিকের যাত্রা বলছেন ব্র্যান্ড শপটির পরিচালকরা। ‘আইকনিক’ এর ম্যানেজিং ডিরেক্টর আরিফুল করিম মুন্না বলেন, ১৫টি ব্র্যান্ডের মাধ্যমে যাত্রা শুরু করলেও আমরা দ্রুতই আরো বেশ কিছু বিশ্ব সমাদৃত ব্র্যান্ডের পণ্য নিয়ে আসবো। ‘আইকনিক’ এর অপর ম্যানেজিং ডিরেক্টর খালেদ আহমেদ জানান, গ্রাহকদের সুবিধার্থেই এক ছাদের নিচে আইকনিক এর এমন আয়োজন। উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য থাকছে সপ্তাহব্যাপী ডিস্কাউন্ট, আফটার সেল সার্ভিসে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব যোগ করেন আমিনুল ইসলাম চৌধুরী আইকনিক এর ম্যানেজিং ডিরেক্টর। প্রেস বিজ্ঞপ্তি।




Explore More Districts