এশিয়ায় জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কি ২২৫ সূচক ১ দশমিক ৮১, হংকংয়ের হেংসেং সূচক ৩ দশমিক ৮১, ভারতের বোম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ৪ দশমিক ৭২, চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বিত সূচক ১ দশমিক ৭১ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ২ দশমিক ৬ শতাংশ কমেছে।
এদিন যুক্তরাজ্যের লন্ডনের এফটিএসই ১০০ সূচক ৩ দশমিক ২৭ ও এফটিএসই ২৫০ সূচক শূন্য দশমিক ৭২, নেদারল্যান্ডসের এইএক্স সূচক ৩ দশমিক ৬৬ শতাংশ, ফ্রান্সের প্যারিসের সিএসি ৪০ সূচক ৪ দশমিক ৯৩, জার্মানির ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক ৫ দশমিক ৫ এবং ইউরো স্টকস সূচক ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
সময়ের পার্থক্যের কারণে গতকাল রাত আটটায় এই লেখা তৈরি করার সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের লেনদেনের তথ্য পাওয়া যায়নি। আগের দিন অবশ্য সেই দেশের ডাউজোন্স সূচক ১ দশমিক ৩৮ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ শতাংশ ৮৪ শতাংশ ও নাসড্যাক ২ দশমিক ৫৭ শতাংশ পড়েছে।
ইউক্রেনে হামলা শুরুর আগে রাশিয়া যখন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করছিল, তখনই দেশটির বিভিন্ন ব্যাংক ও ব্যক্তিদের ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন পশ্চিমা দেশ এবং অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তাতে কোনো কাজই হয়নি। কারণ, রাশিয়া না থেমে বরং গতকাল স্থানীয় সময় ভোরের দিকে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে (দোনেৎস্ক ও লুহানস্ক) একযোগে স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশের ওপর আরেক দেশ এত বড় হামলা চালায়নি। প্রসঙ্গত, ইউক্রেনের ওই অঞ্চল রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া গত সোমবার অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।