বিশ্ব নবীর আদর্শে জীবনযাপনই কল‍্যাণকর

বিশ্ব নবীর আদর্শে জীবনযাপনই কল‍্যাণকর

বিশ্ব নবীর আদর্শে জীবনযাপনই কল‍্যাণকর

লিডিং ইউনিভার্সিটিতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যথাযথ মর্যাদা ও ভাবগাম্বীর্যের সাথে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ১২ রবিউল আওয়াল ১৪৪৭/৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ “বৈষম‍্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লামের আদর্শ” শীর্ষক  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নূরের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়েছিল, যার উপর নাজিল হয়ছে আসমানি গ্রন্থ আল-কোরআন তিনিই আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা:)। মহানবীর আদর্শে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলে তা হবে বৈষম্যহীন উল্লেখ করে তিনি আরো বলেন, সুন্দর সমাজকাঠামোয় বিশ্ব নবীর জীবনাদর্শে আলোকিত হয়ে আইনের শাসন নয় ন‍্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের মর্যাদা এবং আল্লাহ্ ও রাসুলের দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করেন তিনি।

সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন মহানবীর জীবন ও আদর্শ কোরআন- সুন্নাহর আলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন‍্য প্রবন্ধ উপস্থাপককে ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজকে সুন্দর, সুশৃঙ্খল করে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে মহানবীর আদর্শ অনুসরণ করে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তি মিলবে। তিনি মহানবীর (সা:) জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করার উপর গুরুত্বারোপ করে আজকের এ আলোচনা সভার আয়োজন করার জন‍্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রবন্ধ উপস্থাপক হিসেবে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট গঠন ও পরিচালনায় মহানবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালসাল্লামের জীবন, কর্ম ও শিক্ষা এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, বিশ্ব-ভ্রার্তৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক,গবেষক ও ইসলামিক স্কলার ড. এ এইচ এম সোলায়মান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনের উপর আলোচক হিসেবে আলোচনা করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া। বিভাগীয় প্রধানগণের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ‍্যাপক ড. ফজলে এলাহি মামুন এবং নাতে রাসুল পরিবেশন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী জামিউর রহমান।

আলোচনা সভা অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচাল অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্র কল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুল মজিদ মিয়া এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা পরবর্তী দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম সালেহী।

Explore More Districts