বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সমাপ্ত – Daily Gazipur Online

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ সমাপ্ত – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার শুরায়ী নেজামের তত্ত্বাবধানে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্ব পাশের মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলীগ জামায়াতের বিশিষ্ট বুজুর্গ আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
বুধবার দুপুর ১২টা ০৯ মিনিট থেকে শুরু করে ১২টা ২৭ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাতে গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমীন, আলাহুম্মামীন’ ধ্বনিতে প্রকম্পিত হয় টঙ্গীর আকাশ-বাতাস।রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের প্রায় কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিশ্বের অর্ধশতাধিক বিদেশি রাষ্ট্রের প্রায় ২ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।
আখেরি মোনাজাতের কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ। ধনী-গরিব, নেতাকর্মী নির্বিশেষে সব শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষ পরওয়ারদেগার আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
আখেরি মোনাজাতের সময় দেশ-বিদেশের লাখ লাখ মানুষ এক সঙ্গে হাত তুলেছেন ক্ষমাশীল পরওয়ারদিগারের শাহী দরবারে। গুনাহগার, পাপী-তাপী বান্দা প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় চোখের পানিতে বুক ভাসিয়েছেন।
ইজতেমার মোনাজাত শেষ হওয়ার পরপরই বয়ানের মিম্বর থেকে ২০২৬ সালের শুরায়ি নেজামের দুইপর্বের বিশ্ব ইজতেমার তারিখের ঘোষণা করা হয়। বিশ্ব ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন।
তারিখ দুটি হলো ২, ৩, ৪ জানুয়ারি, ২০২৬ প্রথম ধাপের ইজতেমা পালন করবেন। মাঝে চারদিন বিরতি দিয়ে ৯, ১০,১১ জানুয়ারি, ২০২৬ সালে ইজতেমার দ্বিতীয় ধাপ পালন করা হবে।
ইজতেমা ময়দানে সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ান করছেন ভারতের মাওলানা ফারুক সাহেব। তার বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানাা মুফতি আমানুল হক সাহেব। এরপর হেদায়েতি বয়ান করেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান সাহেব। তার বয়ান তরজমা করেছেন বাংলাদেশের মাওলান আব্দুল মতিন সাহেব।
এই বয়ানের পরেই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতমূলক বয়ান কনে। তার বয়ান তরজমা করেন শুরায়ী নেজামের শীর্ষ মুরুব্বী বাংলাদেশের মাওলানা জুবায়ের । এর পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটে বেলা ১২টা ৯ মিনিটে।
জনসমুদ্রে হঠাৎ নেমে আসে আবেগঘন পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তুলেন আল্লাহর দরবারে। আখেরি মোনাজাতকে ঘিরে লাখ লাখ মুসলমান যেন ভেঙে পড়েছিলেন টঙ্গীতে। আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গী অভিমুখে ছুটতে থাকেন মঙ্গলবার থেকেই। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীরা ছাড়াও কেবলমাত্র আখেরি মোনাজাতে শরিক হতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা বাস, ট্রাক, পিকআপ, মিনিবাস, কার, মাইক্রোবাস, ট্রেন, লঞ্চ-স্টিমারে করে টঙ্গীতে পৌঁছে অবস্থান নিতে শুরু করেন। বুধবার ভোররাত থেকে সড়ক-মহাসড়ক ও নদীপথে টুপি-পাঞ্জাবি পরা মানুষের বাঁধভাঙা জোয়ার শুরু হয়। চারিদিকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।
নারীদের অংশগ্রহন:
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপেও পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারীদের অংশগ্রহন করেছে। মোনাজাতে শরীক হতে সকাল থেকে ময়দানের চারপাশে বিভিন্ন অলি-গলির খালি জায়গায় বসে হাজার হাজার মহিলা আখেরি মোনাজাতে শামিল হন।
টঙ্গীর ইজতেমা ময়দানের চারপাশে মিলগেট, কলেজগেট, স্টেশন রোড, টঙ্গী বাজার, কামারপাড়া, আব্দুল্লাহপুরসহ ময়দানের চারদিকে রাস্তার পাশে ও ফুটপাতে নারীরা বসে মোনাজাতে শরিক হন।মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় আগত মহিলাদেও এ পর্বেও দুর্ভোগ পোহাতে হয়।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ইজতেমায় বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা পেটের পীড়া, আমাশয়সহ বিভিন্ন রোগে অক্রান্ত হয়েছে। দুই পর্বের ইজতেমা কয়েক হাজার অসুস্থ্যদের চিকিৎসা করা হয়ছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লা ইসকান্দার জানায়, ইজতেমায় শতাধিক পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে।
মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষের ভোগান্তি:
আখেরি মোনাজাত শেষ হওয়ার পর এক সঙ্গে লাখ লাখ মানুষ ফিরতে শুরু করলে সর্বত্র ভীড় হয়। টঙ্গী স্টেশনে ফিরতি যাত্রীদের জন্য অপেক্ষমাণ ট্রেনগুলোতে উঠতে মানুষের জীবনবাজির লড়াই ছিল উদ্বেগজনক। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে ও দরজা-জানালায় ঝুলে হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ফিরতে দেখা যায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশুলিয়া সড়কে যানবাহন চলাচল সচল থাকায় ফিরতি মুসল্লিদের যাত্রা সহজ ছিল।৩-৪ দিন ধরে টঙ্গীতে জমায়েত হওয়া মুসল্লিরা আখেরি মোনাজাতের পর একযোগে নিজ নিজ গন্তব্যে ফিরছেন। মোনাজাতের পর মুসল্লিরা এখন ঘরমুখি।মোনাজাতের পর সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। তবে অধিকাংশ যানবাহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন একাধিক মুসল্লি।
মৃত্যু: বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাব্বিবুল্লাহ রায়হান জানান, সিরাজগঞ্জ জেলার কামারখন্দের শাহবাজপুর গ্রামের সুজাবত আলী সরকার (৭৫)ও জয়পুরহাট জেলার আক্কেলপুরের রায়কালী গ্রামের সামসুল আলম (৬০) মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। এ নিয়ে দুই ধাপের ইজতেমায় (৫+৪) জন মৃত্যু বরন করেছে।
প্রসঙ্গত, প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। শুরায়ী নেজামের অধীনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের দুই ধাপ। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা।

Print Friendly, PDF & Email

Explore More Districts