বিশ্বে শান্তির স্বার্থে উচ্চকণ্ঠ হতে হবে

বিশ্বে শান্তির স্বার্থে 
উচ্চকণ্ঠ হতে হবে

‘ইজ ওয়ার ইনএভিটেবল? ক্যান উই শিফট দ্য প্যারাডাইম?’ শীর্ষক এই ওয়েবিনার যৌথভাবে আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) ও প্রথম আলো।

মার্কিন রাজনৈতিক অধিকারকর্মী জোডি উইলিয়ামস বিশ্বজুড়ে স্থলমাইন নিষিদ্ধ করার দাবিতে প্রচারণায় অবদানের জন্য ১৯৯৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য সবাইকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। এটাই যেন শেষ যুদ্ধ হয়, সে জন্য সবাইকে উচ্চকণ্ঠ হতে হবে। কারণ, মানবতার ভাগ্য নির্ধারণের দায়িত্ব গুটি কয়েক মানুষের হাতে ছেড়ে দিয়ে বসে থাকাটা পাগলামি ছাড়া কিছুই নয়।

ভিয়েতনাম যুদ্ধ বন্ধসহ বিশ্বের নানা প্রান্তে আন্দোলনের অভিজ্ঞতা উল্লেখ করে জোডি উইলিয়ামস বলেন, পরিবর্তনের জন্য ভূমিকা রাখাটা জরুরি। লোকজন আন্দোলনে যুক্ত হতে সংকোচ বোধ করে, দ্বিধায় থাকে। তাই যুদ্ধের অনিবার্যতা এড়াতে হলে নিজেদের বিশ্বাস পাল্টাতে হবে। সাহস করে আন্দোলনে যুক্ত হতে হবে।

Explore More Districts