সিরিন্ধর্ন বাঁধ প্রকল্পটিতে গত বছরের অক্টোবর মাস থেকে কার্যক্রম শুরু হয়। এতে ১ লাখ ৪৪ হাজার সৌরকোষ রয়েছে, যা ৭০টি ফুটবল মাঠের সমান। এখান থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
থাইল্যান্ডের বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষের (ইজিএটি) ডেপুটি গভর্নর প্রসারসক চেরংচাওয়ানো বলেন, সৌর ও জলবিদ্যুৎ প্রকল্প মিলিয়ে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে একে বিশ্বের প্রথম ও বৃহত্তম হাইব্রিড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলা যায়।