বিশ্বম্ভরপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক বিভাগের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকি বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর আশ্রয়ণ প্রকল্পের মুজিব পল্লী ও হাওর বিলাস পরিদর্শন করেছেন।
শনিবার সকালে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল ইমরান রুহুল ইসলাম, এনডিসি মো. রিফাতুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. আহসান কিবরিয়া সিদ্দিকি মুজিব পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি উপকারভোগী লোকজনের সাথে কথা বলেন।
পরে মহা পরিচালক উপজেলা সদরে করচার হাওর পারে নির্মিত পর্যটন স্পট হাওর বিলাস পরিদর্শন করেন। কিছুক্ষন হাওর বিলাসে অবস্থান করেন এবং স্প্রীডবোডে করচার হাওরে ঘুরে বেড়ান।
