ইউক্রেনের মারিউপলে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এ শহরের একটি প্রশাসনিক ভবনে, বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে ও হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ওই হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয় ভবন ও প্রশাসনিক ভবনের দূরত্ব এক কিলোমিটারের কম।
এসব বোমা হামলার বেশ কিছু ভিডিও সিএনএনের হাতে এসেছে। এতে দেখা যায়, মারিউপল শহরে প্রিয়াজোভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি, মারিউপল সিটি কাউন্সিল অ্যাডমিনিস্ট্রেশন ভবনে বোমা আঘাত হানছে।