সিলেটের বিশ্বনাথে হতদরিদ্র মানুষের মধ্যে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌর শাখা।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার নুর ভবনে পৌর সভার ৯ টি ওয়ার্ডের ৯ জন হতদরিদ্র মানুষের মধ্যে এসব ছাগল বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
প্রধান অতিথি বলেন,মানুষের সেবা হলো সামাজিক উন্নয়ন ও নীতির সাথে সম্পৃক্ত একটি তাৎপর্যপুর্ণ প্রত্যয়। আমরা যারা সমাজের বিত্তশালী সবাই যদি মানুষের তরে এগিয়ে আসা যায় তাহলে সমাজের মানুষের আর অভাব থাকবে না। আপনারা যারা আজ এটিম গ্রহন করছেন সবাইকে মহান আল্লাহ তায়ালা বারাক্বাহ দান করুক।আগামীতে আপনারাও সমাজের মানুষের তরে এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,পৌর জামাতের আমীর এইচ এম আক্তার ফারুক,নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যণ ফেডারেশন পৌর সভাপতি শাহীন আহমদ রাজু,ছাত্র শিবির পৌর শাখার সভাপতি মতিউর রহমান ইমন,যুব বিভাগ সভাপতি আবু সাইদ,পৌর শাখার ৮ নং ওয়ার্ড সভাপতি আব্দুল গফ্ফার,