বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এবং সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, বৃটেন প্রবাসীদের প্রতিষ্ঠিত সিডস অব সাদাকাহ আমাদের এই অজপাঁড়া গাঁয়ে মেগা প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে মানবতার সেবায় যেভাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে তাদের সেই কাজগুলো প্রশংসার দাবী রাখে। এই সংগঠনের সাথে জড়িত হয়ে যে বা যারা অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাই এবং সংগঠনের সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি আমাদের সমাজে আরো যে সব সংগঠন আছে বা আমাদের সমাজে যারা বিত্তশালী আমরা সবাই যদি মানুষের সেবায় এগিয়ে আসি তাহলে এই দেশের মানুষের অভাব মুছে যাবে।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা জামে মসজিদে ১টি ও রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ জামে মসজিদ ১টি এবং ধলিপাড়া গ্রামে ২টি সিডস সাদাকাহ কর্তৃক কমিউনিটি মেগা প্রজেক্টের এ ৪টি টি গভীর নলকূপ স্থাপন পরবর্তী উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, সমাজ সেবক আব্দুল কাইয়ুম মাসুক মিয়া,আলীম উদ্দিন, মইন উদ্দিন, বশির মিয়া, আব্দুস সালাম, মতিউর রহমান, এহসান আহমদ, ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।