সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে অতীতে দেশকে বিভক্তিতে রূপান্তর করা হয়েছিল। আজকের এই দিনে আমাদের সবাইকে সেই বিভক্তি থেকে বেরিয়ে এসে জুলাই বিপ্লবের চেতনায় আগামীর বাংলাদেশ গড়তে সৎ ও ন্যায়পরায়ণ লোকদেরকে জাতীয় নির্বাচনে বিজয়ী করুন।
মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মতিউর রহমানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন সাদী।
দোয়া পরিচালনা করেন এইচ এম আক্তার ফারুক।

