বিশ্বনাথে গুণিজনদের সংবর্ধনা প্রদান

বিশ্বনাথে গুণিজনদের সংবর্ধনা প্রদান

বিশ্বনাথে গুণিজনদের সংবর্ধনা প্রদান

সিলেটের বিশ্বনাথে গুণিজনদের সংবর্ধনা প্রদান করলো উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাকিবুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত ব্যক্তির বক্তব্য রাখেন কবি, সাহিত্যেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা,জকিগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রভাষক ও অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহিবুর রহমান কিরণ,কবি সাহিত্যিক,সিলেট জেলাবারের সিনিয়র আইনজীবী ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী কল্যাণ চৌধুরী।

সংবর্ধিত অতিথিগন তাদের বক্তব্যে বলেন;যারা মনে করেন লেখা পড়া করে কি হবে চাকুরী নাই কথাটা কিন্তু সঠিক নয়।তোমরা অধ্যাবসায়ী,পরিশ্রমী,এবং নিজের প্রতি দায়িত্বশীল হও,তাহলে জীবনে কোন বাঁধা তোমাদের আটকাতে পারবে না। যারা আত্ম পরিচয়টা জাগিয়ে দেন, তোমাদের বড়, মার্জিত এবং সমৃদ্ধ করার চেষ্টা তোমাদের মাঝে জাগিয়ে দেন তারাই হলেন শিক্ষক। তাই তাদের আনুগত্য এবং তাদের কথা তোমাদের সর্বক্ষণ মেনে চলতে হবে।তাতেই তোমরা সফলতা লাভ করতে সক্ষম হবে। গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার।বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক কামরুল হুদা,শিক্ষানুরাগী সদস্য আমির আলী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লিজা বেগম ও নওরিন বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভিভাবক পরিষদ সদস্য মানিক মিয়া আনোয়ার হোসেন, রেজ্জাদুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক,নুরে আলম সিদ্দিকী, স্বপন কুমার দাস, বিশ্বজিত রায়,মনুষা রানী দাস,অলিউর রহমান,জাকির হোসেন,আলী হোসেন, অফিস সহকারী হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা আক্তার সোমা, গীতা পাঠ করেন শিক্ষার্থী দীবা রানী দাস এবং জাতীয় সংগীত পরিবেশন করেন রিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। কবিতা আবৃত্তি করেন,ফাতেমা তাসরিম, শাওন,মাহজাবিন বেগম মাঈশা,নাসিমা আক্তার সুমাইয়া এবং সংগীত পরিবেশন করেন পূর্না রানী চন্দ্র। এর আগে সংবর্ধিত ব্যক্তিদেরকে ফুল দিয়ে বরণ করেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা করেন শিক্ষকবৃন্দ।

Explore More Districts