বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জমিন যার আইন চলবে তার। তাইতে জামায়াতে ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরে সরকার গঠনে যারাই এদশের রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেননি বরং তারা শুধু তাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। আর এজন্যই দেশের মানুষ এখন জামায়াতের দিকে চেয়ে আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে অবশ্যই সত্য শাসন এবং ইনসাফ প্রতিষ্টা করবে।তিনি আরো বলেন,আপনাদের বেশী করে সাবধান হতে হবে, এদেশে যেন আর কোন স্বৈরাচারের জন্ম না হয়। আপনি আমি আমরা সবাই মিলে আগামীতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোন স্বৈরশাসক বসতে দেবনা। আগামী নির্বাচনে দেশের মানুষ মার্কা দেখে নয় প্রার্থী দেখে ভোট দেবে।আর সেই নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীর সরকার গঠন করবে।
তিনি শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ সোবাহদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি জসীম উদ্দিন কাওসার এবং আবুল কালামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র শিবির সভাপতি সুলতান মাহমুদ। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ গিয়াস উদ্দিন সাদী।
এর আগে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা এলে অনুষ্ঠানস্থল যেন মিছিলের নগরীতে পরিনত হয়।