বিশ্বনাথে এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

বিশ্বনাথে এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

বিশ্বনাথে এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া (৫৫) ওপর হামলার ঘটনা ঘটে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ২টার দিকে পৌর শহরের উপজেলা পরিষদ গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এসময় হামলাকারীরা তার মোবাইল ফোন নিয়ে যায়। তবে হামলাকারী কাউকে তিনি সনাক্ত করতে পারেননি। কবির হোসেন ধলা মিয়া লামাকাজি ইউপির ৫ বারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমান তিনি দল থেকে বহিস্কার রয়েছে।

জানাগেছে, সোমবার দুপুরে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও মাসিক সম্বনয় সভা ছিল। ওই সভায় গুলোতে ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সভা শেষে পরিষদ থেকে বের হয়ে আসার পথে মধ্যে অর্তকিতভাবে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। এতে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয় লোকজন ছুটে আসার আগেই হামলাকারীদের পালিয়ে যায়। তবে কে বা কাহারা চেয়ারম্যানের ওপর হামলা চালিয়ে তাদের তাৎক্ষনিক তাদের কেউ চিনতে পারেননি।

এব্যাপারে লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, উপজেলা পরিষদে সম্বনয় সভা শেষে বের হয়ে আসার পথে পথিমধ্যে কয়েকজন যুবক আমার ওপর অর্তকিতভাবে হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার মুঠো ফোন নিয়ে যায়। তবে হামলাকারীদের চিনতে পারিনি।তবে কি কারণে কে আমার ওপর এ হামলা করা হলে তা আমার জানা নেই।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

ডিএস/আরএ

Explore More Districts