দৈনিকসিলেট ডটকম: উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজির আর নেই। বুধবার (১৪ জুলাই ২০২১) দিবাগত রাত সাড়ে ৩ টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী গাও গ্রামে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ২ টায় খাজাঞ্চী গাও ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজির দীর্ঘদিন উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৬ বছর। তিনি স্ত্রী,একপুত্র,এক কন্যা, তিন ভাইও অনেক ছাত্রছাত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ খিজিরের মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দরবেশ আলী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ বেতার সিলেটের সংবাদ অনুবাদক ফোরামের সহ সভাপতি সাংবাদিক মো.মুহিবুর রহমান। তারা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, তিনি দীর্ঘ দিন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন। তাঁর অবদান ্এলাকাবাসী চিরদিন স্মরণ করবেন। তারা আরো বলেন,মহান আাল্লাহতালা যেন তাঁকে জান্নাতুল ফরেদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারর্বগকে ধৈর্য্য ধরার তওফিক দেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন