বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন নিউইয়র্কের মেয়র মামদানিও

বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বললেন নিউইয়র্কের মেয়র মামদানিও

বিশ্বকাপ চলাকালে তাঁর প্রধান লক্ষ্য যত বেশি সম্ভব নিউইয়র্কবাসীকে মাঠে খেলা দেখার সুযোগ করে দেওয়া, এমনটাই বলেছেন মেয়র মামদানি। তাঁর ভাষায়, মানুষ যেন টিকিটের চড়া দামে বাদ পড়ে গিয়ে ঘরে বসে খেলা দেখতে বাধ্য না হয়।

মামদানি আরও বলেন, ‘আমরা চেয়েছি সমর্থকদের জন্য নির্দিষ্টসংখ্যক টিকিট সংরক্ষণ করা হোক। ফিফা বলেছে, কিছু টিকিট নির্দিষ্ট দামে পাওয়া যাবে, এটা ভালো খবর। কিন্তু এখনো অনেক কাজ বাকি। আমরা চাই না বিশ্বকাপ শুধু পর্দায় দেখা একটি আয়োজন হোক। আমরা চাই মানুষ স্টেডিয়ামে থাকুক, গ্যালারিতে থাকুক।’
২৩তম ফিফা বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন। ১৯ জুলাইয়ের ফাইনালসহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।

Explore More Districts