বিশ্বকাপে তাসকিন খুব ভালো বোলিং করছে : রিয়াদ

বিশ্বকাপে তাসকিন খুব ভালো বোলিং করছে : রিয়াদ

চলমান বিশ্বকাপে তাসকিন আহমেদের বোলিংয়ের প্রশংসা ঝরেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে। মুস্তাফিজুর রহমান ও তাসকিনের মধ্যে বাছাই করার মতো কঠিন সিদ্ধান্তে তাই তাসকিনকেই বেছে নিয়েছে বাংলাদেশ।

তাসকিন ঝলকের পরও শেষ বাংলাদেশের সেমির স্বপ্ন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে ১৮ রান খরচ করেন ২টি উইকেট নেন তাসকিন আহমেদ

বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ পর্যন্ত ছয়টি ম্যাচই খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। উইকেট পেলেও রান খরচ করেছেন অনেক বেশি। অবশ্য ডেথ ওভারে বেশি বোলিং করাও মুস্তাফিজের রান খরচের একটি কারণ। গত প্রায় দুই মাস ধরে টানা খেলার ভেতরে থাকা মুস্তাফিজকে তাই বিশ্রাম দিয়েছে বাংলাদেশ।

Advertisment

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শরিফুল ইসলামের সাথে আরেকজন পেস বোলার হিসেবে তাসকিন ও মুস্তাফিজের মধ্যে কাকে নেওয়া যায় কঠিন সিদ্ধান্তে যেত হয় বাংলাদেশকে। অধিনায়ক রিয়াদ জানান, বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করে তাসকিনকেই একাদশে রাখার সিদ্ধান্ত নেন তারা।

টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দিয়েছেন তাসকিন। দল যেখানে অসহায় আত্মসর্মপণ করেছে, সেখানে চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে মূল্যবান দুইটি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।

দুটি ম্যাচ জিততে পারতাম, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো
মাহমুদউল্লাহ রিয়াদ

তাসকিন ও মুস্তাফিজকে নিয়ে রিয়াদ বলেন, “তাসকিন এই টুর্নামেন্টে খুব ভালো বোলিং করেছে। তাসকিন ও মুস্তাফিজের মধ্যে একজনকেই আমাদের বেছে নিতে হতো। আমরা তাসকিনকেই বেছে নিয়েছি, কারণ সে বেশ ভালো বোলিং করছে এই টুর্নামেন্টে।”

এই বিশ্বকাপে তাসকিন খেলেছেন মোট পাঁচটি ম্যাচ। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই খেলার পরে মূল পর্বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার দলে ফেরেন তাসকিন। খেললেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। শিকার করেছেন মোট পাঁচটি উইকেট।

স্কটল্যান্ডের বিপক্ষে ৩১ রানের বিনিময়ে নেন একটি উইকেট। ওমানের বিপক্ষে উইকেট শূন্য থাকার পরে, পাপুয়া নিউগিনির বিপক্ষে আবার দুইটি উইকেট নেন তাসকিন। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ওভারে মাত্র ১৭ রান দিলেও কোনো উইকেট পাননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেলেন দুইটি উইকেট।

বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।

কুইজ খেলে প্রতিদিন বাইক জিততে ক্লিক করুন এখানে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Explore More Districts