বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বিসিবি
বহুল প্রতীক্ষিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে দীর্ঘ ৫ বছর পর। তারুণ্যনির্ভর দল নিয়ে এবারের বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা বাংলাদেশ দলের। তার আগে প্রস্তুতিও হওয়া চাই জম্পেশ।
বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে বড় বিষয় হয়ে দাঁড়ায় উইকেট আর কন্ডিশন। এশিয়ায় খেলা বলে কিছুটা অভ্যস্ততা বাংলাদেশের থাকবে, তবে পুরোপুরি যে থাকবে না তা নিশ্চিত। সংযুক্ত আরব আমিরাত বা ওমানের সাথে বাংলাদেশের তাপমাত্রার পার্থক্য তো আছেই। কিঞ্চিৎ পার্থক্য থাকবে উইকেটের দিক থেকেও।
Also Read – বিশ্বকাপ দলে তামিমকে নিয়ে সংশয় দেখছেন না আকরাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য মনে করেন, বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ভালোই হয়েছে। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ দুই সিরিজ জয়ের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রস্তুতির ষোলোকলা পূর্ণ করতে চান তিনি।
আকরাম বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো একটা প্রস্তুতিতে আছি। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলের বিপক্ষে খেলা; জিম্বাবুয়েও সফর করলাম। বিশ্বকাপ ভেন্যুতে আগে যাব প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহর রহমতে প্রস্তুতি ভালোই হচ্ছে।’
বিশ্বকাপের সুপার টুয়েলভে অংশ নিতে হলে বাংলাদেশ খেলতে হবে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে সাকিব-রিয়াদদের সব খেলা ওমানে। সেখানে যাতে খেলোয়াড়রা সহজে মানিয়ে নিতে পারেন, এজন্য বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করবে দল। চেষ্টা চলছে কোনো দলের সাথে প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও।
আকরাম বলেন, ‘ওমানে ৬-৭ দিন আগে যাব, এটুকু নিশ্চিত। এজন্যই তো আগে যাচ্ছি। এখনও পরিকল্পনা চূড়ান্ত হয়নি। কোচ যেভাবে চায় সেভাবে আমরা করব।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।