স্টাফ রিপোর্টার : হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিকের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সাইদুর রহমানের ২য় মৃত্যুবার্ষিকী ১৩ সেপ্টেম্বর (শনিবার)।
এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআন খানি,দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও স্মরণ সভাসহ সাপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য যে, আলহাজ্ব সাইদুর রহমান ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর ৮২ বছরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
