নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার জমিদাতা আলহাজ্ব মোসলেম আলী মোল্লা বুধবার ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ টায় ইন্তেকাল করেন। মৃত্যুঁকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। মরহুমের বাড়ি সাতক্ষীরা সদরের তুজলপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে একটি শুপারি গাছ ভেঙে মাথায় পড়লে অসুস্থ হয়ে তাৎক্ষণিক তিনি মারা যান।
মরহুম মোসলেম আলী মোল্লা ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যাক্তি। ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি গভর্নিং বডির সহ সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করে এসেছেন। মরহুমের নামজে জানাজা বিকালে তুজলপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাযের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর বারী, আমতলা মাদ্রাসার সুপার মোহতাসিম বিল্লাহ, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির ও ঝাউডাঙ্গা মাদ্রাসার সহকারি অধ্যাপক ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল মুজিদ, ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যান কমিটির সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রহিম, প্রভাষক নাছির উদ্দীন, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মরহুমের ছোট ছেলে শরিফুল ইসলাম প্রমূখ।
নামাজে যানজায় ইমামতি করেন মরহুমের পোতা ছেলে হাফেজ ফরহাদ হোসেন।